মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
কলকাতা, ১ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা
Rain


কলকাতা, ১ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande