রেল লাইনে দুর্ঘটনা, কেবল অনুমোদিত পথ ব্যবহারের আর্জি রেলের
কলকাতা, ১ জুলাই (হি.স.): রেললাইনে একটি দুর্ঘটনার পর ফের কেবল নির্ধারিত লেভেল ক্রসিং ব্যবহার করতে আবেদন করল পূর্ব রেলওয়ে। এই সঙ্গে আবেদন করা হয়েছে রেল লাইন পারাপারের জন্য কোনও অননুমোদিত পথ অতিক্রম না করতে। সোমবার সন্ধ্যার পর শিয়ালদহ (দক্ষিণ) সেকশ
রেল লাইনে দুর্ঘটনা, কেবল অনুমোদিত পথ ব্যবহারের আর্জি রেলের


কলকাতা, ১ জুলাই (হি.স.): রেললাইনে একটি দুর্ঘটনার পর ফের কেবল নির্ধারিত লেভেল ক্রসিং ব্যবহার করতে আবেদন করল পূর্ব রেলওয়ে। এই সঙ্গে আবেদন করা হয়েছে রেল লাইন পারাপারের জন্য কোনও অননুমোদিত পথ অতিক্রম না করতে।

সোমবার সন্ধ্যার পর শিয়ালদহ (দক্ষিণ) সেকশনে সোনারপুর ও চম্পাহাটি স্টেশনের মধ্যে একটি অননুমোদিত পথ অতিক্রম করার সময় একটি লরি (নং WB-11A-5767) ৩৪৫৪২ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালকে ধাক্কা দেয়। রেল কর্মীরা তাৎক্ষণিকভাবে বাধা অপসারণের ব্যবস্থা গ্রহণ করেন। লরিটি সরিয়ে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত লোকাল ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এই ঘটনায় কোনও আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।

রাতে পূর্ব রেলওয়ে এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, জনসাধারণ এবং সড়ক ব্যবহারকারীদের কাছে আমরা আবার বলছি অননুমোদিত ক্রসিং এড়িয়ে চলুন। রেলপথ পারাপারের জন্য নির্ধারিত লেভেল ক্রসিং/রোড আন্ডার ব্রিজ/রোড ওভার ব্রিজ কঠোরভাবে মেনে চলুন। যাতে তাঁদের নিরাপত্তা এবং ট্রেন পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। রেলওয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত অননুমোদিত ক্রসিং অপসারণের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande