আজমগড়, ১ জুলাই (হি.স.): মঙ্গলবার দুপুরে মদ্যপ অবস্থায় বাড়ি ঢুকে নিজের মা ও দুই শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জাহানগঞ্জ থানা এলাকার চকিয়া মুস্তাফাবাদ গ্রামে।
জানা গিয়েছে, এলাকার চকিয়া মুস্তাফাবাদ গ্রামের বাসিন্দা নীরজ পাণ্ডে বর্তমানে বারাণসীর একটি পেট্রোল পাম্পে জ্বালানি ভরার কাজ করেন। সোমবার রাতে তিনি বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে মদ্যপ অবস্থায় বাড়ি এলে বিবাদ হয়। এরপর নীরজ তার মা চন্দ্রকলা ও তার ৪ বছরের ছেলে সার্থক এবং ৭ বছরের মেয়ে সুভীকে গুলি করে আত্মহত্যা করেন। একটানা গুলির শব্দ শুনে আশেপাশের এলাকার লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়িতে গিয়ে তারা দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। আহতদের সকলকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা নীরজ পান্ডে, তার মা এবং ৪ বছরের ছেলে সার্থককে মৃত ঘোষণা করেন। আর ৭ বছরের মেয়ে সুভীকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তবে তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের ইঙ্গিত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি ব্যক্তিগত পিস্তলও উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় নিহত যুবকের স্ত্রী কোথায় ছিলেন তা নিয়ে সন্দেহ রয়েছে, ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া