রাজ্য বিজেপিতে ভোটের বিজ্ঞপ্তি জারি, সভাপতি কে, স্পষ্ট হয়ে যেতে পারে বুধবারই
কলকাতা, ১ জুলাই (হি.স.): বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। আগামী বৃহস্পতিবার হবে রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন। তার আগে বুধবার মনোনয়নপত্র জমার পর্ব সেরে ফেলা হবে। একের বেশি মনোনয়ন জমা
রাজ্য বিজেপিতে ভোটের বিজ্ঞপ্তি জারি, সভাপতি কে, স্পষ্ট হয়ে যেতে পারে বুধবারই


কলকাতা, ১ জুলাই (হি.স.): বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি।

আগামী বৃহস্পতিবার হবে রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন। তার আগে বুধবার মনোনয়নপত্র জমার পর্ব সেরে ফেলা হবে। একের বেশি মনোনয়ন জমা না পড়লে বুধবারই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সে দিনই তা ‘স্ক্রুটিনি’ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা-ও সেই দিনই করে নিতে হবে। বুধবারই চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ করে দেবে বিজেপি। এর পরে বৃহস্পতিবার নির্বাচনের পরে সে দিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande