কলকাতা, ১ জুলাই (হি.স.): তোলাবাজির অভিযোগে সাসপেন্ড পুলিশ! পুলিশ ভ্যান নিয়ে তোলাবাজির অভিযোগে দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে মঙ্গলবার জানা গিয়েছে। সিভিক ভলান্টিয়ারকে চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্তদের একজন এএসআই, অপর জন কনস্টেবল। শুক্রবার রাতে পিসিআর ভ্যান নিয়েই তাঁরা তোলাবাজি করেন বলে অভিযোগ! ঘটনাটি সিনিয়র পুলিশ অফিসারদের নজরে আসে, তার পরই পদক্ষেপ করে লালবাজার। দুই পুলিশকর্মীকে সাসপেন্ড ও সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত