ডাবলিন, ১০ জুলাই (হি.স.): ভারত এ পুরুষ হকি দল চলমান ইউরো সফরের দ্বিতীয় ম্যাচে তাদের চিত্তাকর্ষক সাফল্য অব্যাহত রেখেছে, নেদারল্যান্ডসের আইন্ডহোভেনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে। উত্তম সিং, অধিনায়ক সঞ্জয়,মহম্মদ রাহিল মাউসিন চিত্তাকর্ষক পরপর দুটি গোল করেন, এরপর অমনদীপ লাকরা এবং বরুণ কুমারের একটি করে গোলের মাধ্যমে ভারত এ দল সফরে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে।
ম্যাচের পরপরই কোচ শিবেন্দ্র সিং বলেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমাদের দুটি সত্যিই ভালো ম্যাচ হয়েছে, এবং খেলোয়াড়রা যেভাবে গড়ে উঠছে তাতে আমি খুশি। আমরা পরবর্তীতে ফরাসি দলের বিরুদ্ধে খেলব এবং আশা করি সমানভাবে চিত্তাকর্ষক পারফর্মেনস দেখাবো। ভারত এ হকি দলের পরবর্তী ম্যাচ শনিবার, দুপুর ২টায়, ফ্রান্সের মুখোমুখি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি