লন্ডন, ১০ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরুর আগে লর্ডসের মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জাদুঘরে শচীন টেন্ডুলকারের একটি প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। ১৮ বছর আগে শিল্পীর বাড়িতে তোলা একটি ছবি থেকে স্টুয়ার্ট পিয়ারসন রাইট কর্তৃক আঁকা এই প্রতিকৃতি। পিয়ারসন রাইট এর আগে কপিল দেব, বিষণ সিং বেদী এবং দিলীপ বেঙ্গসরকারের প্রতিকৃতি এঁকেছেন।
টেন্ডুলকার বলেছেন, আমি আমাদের অধিনায়ক কপিল দেবকে লর্ডসে ট্রফি তুলতে দেখেছি। সেই মুহূর্তটি আমার ক্রিকেট যাত্রার নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজ, প্যাভিলিয়নের ভেতরে আমার প্রতিকৃতিটি উঠে আসার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন আমার পুরো বৃত্ত শেষ হয়ে গেছে। এটা অনেক বড় সম্মানের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি