ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ফের পরিবর্তন, ডাক পেলেন সামুয়েল লিনো
রিও ডি জেনিরো, ৩১ আগস্ট (হি.স.) : আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। কিন্তু মাঠে নামার আগে স্কোয়াডে ফের পরিবর্তন আনতে হলো ব্রাজিল
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ফের পরিবর্তন, ডাক পেলেন সামুয়েল লিনো


রিও ডি জেনিরো, ৩১ আগস্ট (হি.স.) : আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে।

কিন্তু মাঠে নামার আগে স্কোয়াডে ফের পরিবর্তন আনতে হলো ব্রাজিলকে। চোটের কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনিয়া।

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের জন্য ব্রাজিলের স্কোয়াডে কুনিয়ার জায়গায় ডাক পেলেন সামুয়েল লিনো। ম্যাথিয়াস কুনিয়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বার্নলির হয়ে খেলার সময় পেশিতে চোট পান। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন লিনো।

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে ২৫ বছর বয়সী লিনোকে স্কোয়াডে ডাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোয় খেলা লিনো মূলত উইংব্যাক হিসেবে খেললেও উইঙ্গার হিসেবেও খেলতে পারদর্শী। চলতি বছর অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ফ্লামেঙ্গোয় যোগ দেওয়ার পর থেকে দারুণ ফর্মে আছেন তিনি। লিগে ৪ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande