প্যারিস, ৩১ আগস্ট (হি.স.) : শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে স্বাগতিক তুলুসকে ৬-৩ গোলে হারালো পিএসজি। হ্যাটট্রিক করেছেন পিএসজির জোয়াও নেভেস। জোড়া গোল করেছেন ওসমান দেম্বেলে। বাকি গোলটি করেন ব্রাডলি বারকোলা। তুলুসের পক্ষে চার্লি ক্রেসওয়েল, ইয়ান গোবহো ও আলেক্সিস ভোসা গোল করেন।
লিগে টানা তিন জয়ে দারুণ সূচনা করলো পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই আসরে তুলুসের প্রথম হার। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তাঁরা।
ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৭ মিনিটে গোল করে ব্যবধান কমান ক্রসওয়েল।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন দেম্বেলে।
৭৮ মিনিটে হ্যাটট্রিক করেন নেভেস।
ম্যাচের শেষদিকে গোবহো ও ভোসা আরও দুটি গোল শোধ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি