বিশ্বকাপ বাছাইপর্বের জন্য পর্তুগালের দল ঘোষণা
লিসবন, ৩১ আগস্ট (হি.স.) : পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ আগামী মাসে আর্মেনিয়া এবং হাঙ্গেরির বিপক্ষে আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ''২৩ প্লাস ওয়ান'' সদস্যের দল ঘোষণা করেছেন। মার্টিনেজ বলেছেন, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা যাওয
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য পর্তুগাল দল ঘোষণা:  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অধিনায়ক, জোতা অতিরিক্ত স্থান পেয়ে সম্মানিত


লিসবন, ৩১ আগস্ট (হি.স.) : পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ আগামী মাসে আর্মেনিয়া এবং হাঙ্গেরির বিপক্ষে আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য '২৩ প্লাস ওয়ান' সদস্যের দল ঘোষণা করেছেন।

মার্টিনেজ বলেছেন, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া স্ট্রাইকার দিওগো জোতার জন্য দলে অতিরিক্ত একটি জায়গা খালি রাখা হয়েছে। এটিই প্রথম প্রশিক্ষণ শিবির যেখানে দিওগো জোতা নেই। আমরা প্রতিদিন তাঁর স্মৃতিকে সম্মান জানাতে চাই।

উয়েফা নেশনস লিগের বিজয়ী পর্তুগাল বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়া, হাঙ্গেরি এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করেছে।

সেলেকাওরা ৬ সেপ্টেম্বর আর্মেনিয়ার বিপক্ষে খেলবে এবং তিন দিন পর বুদাপেস্টে হাঙ্গেরির মুখোমুখি হবে।

পূর্ণাঙ্গ পর্তুগাল দল:

গোলরক্ষক:

ডিওগো কস্তা (এফসি পোর্তো), রুই সিলভা (স্পোর্টিং সিপি) এবং হোসে সা (ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স)

ডিফেন্ডার:

ডিওগো ডালট (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও ক্যানসেলো (আল হিলাল), নুনো মেন্ডেস (পিএসজি), গনসালো ইনাসিও (স্পোর্টিং সিপি), রুবেন ডায়াস (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও সিলভা (এসএল বেনফিকা); রেনাতো ভেইগা (ভিলারিয়াল);

মিডফিল্ডার:

জোয়াও পালহিনহা (টটেনহ্যাম হটস্পার্স), রুবেন নেভেস (আল হিলাল), জোয়াও নেভেস (পিএসজি), ভিতিনহা (পিএসজি), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), পেদ্রো গনসালভেস (স্পোর্টিং সিপি), বার্নার্ডো সিলভা (ম্যানচেস্টার সিটি);

ফরোয়ার্ড:

জোয়াও ফেলিক্স (আল নাসর), ফ্রান্সিসকো ত্রিনকাও (স্পোর্টিং সিপি), ফ্রান্সিসকো কনসেসিও (জুভেন্টাস), পেদ্রো নেতো (চেলসি এফসি), গনসালো রামোস (পিএসজি), ক্রিশ্চিয়ানো রোনালদো (আল নাসর)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande