প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে সলমান খান
মুম্বই, ১০ জুলাই(হি.স.) : বুধবার রাতে মুম্বইয়ে সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে অভিনেতা সলমান খানকে দেখা গেল। গম্ভীর এবং শান্ত স্টাইলে কঠোর নিরাপত্তার মধ্যে পার্টিতে প্রবেশ করতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে সলমানের এমনি একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছ
প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে দেখা গেল সালমান খানকে


মুম্বই, ১০ জুলাই(হি.স.) : বুধবার রাতে মুম্বইয়ে সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে অভিনেতা সলমান খানকে দেখা গেল। গম্ভীর এবং শান্ত স্টাইলে কঠোর নিরাপত্তার মধ্যে পার্টিতে প্রবেশ করতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে সলমানের এমনি একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে তাকে তার চারপাশে বিশাল দেহরক্ষী মোতায়েন করা হয়েছিল।

সলমান পার্টিতে কিছু ভক্তের সঙ্গেও দেখা করেছিলেন। যার মধ্যে একটি ছোট শিশুও ছিল। সলমান তার ছোট্ট ভক্তকে দেখে খুব খুশি হয়েছিলেন। তিনি কিছুক্ষণ শিশুটির সঙ্গে কথা বলেন এবং হাসিমুখে ছবিও তোলেন। শিশুদের প্রতি স্নেহপূর্ণ স্টাইল আবারও মানুষের মন জয় করেছে। এছাড়াও শীঘ্রই সলমানকে তার বহুল প্রতীক্ষিত ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এ দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া, যিনি এর গল্পও লিখেছেন। 'ব্যাটল অফ গালওয়ান' ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘটিত বাস্তব সংঘাতের উপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে সলমানকে ভারতীয় সেনাবাহিনীর সাহসী কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande