কলকাতা, ২৮ আগস্ট (হি. স.): শেষ মুহূর্তে বিপর্যয়ের মধ্যে দিয়েই পর্বত অভিযানের পর অবশেষে শহরে পদার্পণ অভিযাত্রী সঙ্ঘের ২৫ সদস্যের দলটির। সুস্থতার সঙ্গেই কলকাতায় ফিরেছে তাদের সকলেই। ছয় হাজার মিটার উচ্চতায় চলে তাদের পর্বত অভিযান। চলতি মাসের প্রথম দিকেই সেখানে তাদের অভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু। উল্লেখ্য, গত ৮ আগস্ট হিমাচল প্রদেশের লাহুল স্পৃতি এলাকায় অবস্থিত দুর্গম ইউনাম শৃঙ্গ - উচ্চতা ৬, ১১১ মিটার, অভিযানের উদ্দেশ্যেই রওনা দেয়। অন্যতম লক্ষ্য ছিল তাদের - স্বাধীনতা দিবসের দিনেই সেখানে গত ১৫ আগস্ট ওই অভিযাত্রী দলের ১২ জন সদস্য ১২.৪৩ মিনিটে পর্বত শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে রাতের অন্ধকারে রোমাঞ্চকর যাত্রার জন্যে রওনা দিয়েছিলেন।
ঘটনায় প্রকাশ, শ্যামল সরকারের নেতৃত্বে ও ম্যানেজার সুব্রত ব্যানার্জীর তত্বাবধানে দলের ১০ জন অভিযাত্রী সকাল ৯.২২ মিনিটে ইউনাম শৃঙ্গের শীর্ষেই আরোহণ করেছে। জাতীয় পতাকা নিয়ে এরপর ফটো সেশন।
প্রসঙ্গত, অভিযাত্রী দলের সদস্যরা - নিতাই মন্ডল, অমিয় মিত্র, সংগ্রামী সামন্ত, সুমিত দাস, অজয় দেবনাথ, সৌরভ রজক, যশঙ্ক মিদ্দা, সৌমজ্যোতি শীল, সৈকত মন্ডল ও রৌণক দত্ত।
এদিকে ওই অভিযান সফল করে অভিযাত্রী দলটি মানালি থেকে চন্ডীগড় হয়ে ফেরার পথে প্রবল প্রাকৃতিক বিপর্যয় ও ধসের কবলে পড়ে যায়। সেই কারণে তাদের চন্ডীগড় পৌঁছাতে ৩০ ঘন্টার বেশি সময় লাগে। বহু সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হন। অনেকেই ট্যানেলের মধ্যে রাস্তায় শুয়ে পড়ে রাত কাটিয়েছেন। ডা. রবিকর পালের চিকিৎসায় দলের অন্যান্য সদস্যরা সুস্থভাবে অভিযান সেরে এদিন কলকাতায় ফিরেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত