তছনছ ভারতের শেয়ারবাজার, একলাফে বিরাট পতন সেনসেক্স ও নিফটিতে
মুম্বাই, ২৮ আগস্ট, (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’ সামাল দিতে প্রাথমিকভাবে হিমশিম খাচ্ছে ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বড়সড় ধস নামল সেনসেক্স এবং নিফটিতে। সেনসেক্স একধাক্কায় নেমে গেল প্রায় ৬০০ পয়েন্ট। নি
ভারতের শেয়ারবাজার, একলাফে বিরাট পতন সেনসেক্স ও নিফটিতে


মুম্বাই, ২৮ আগস্ট, (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’ সামাল দিতে প্রাথমিকভাবে হিমশিম খাচ্ছে ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বড়সড় ধস নামল সেনসেক্স এবং নিফটিতে। সেনসেক্স একধাক্কায় নেমে গেল প্রায় ৬০০ পয়েন্ট। নিফটিতেও পতন হয়েছে ৫০ পয়েন্ট।

এদিন সকালে বাজার খোলার এক ঘণ্টার মধ্যে সেনসেক্স ৬০০ পয়েন্ট নেমে গিয়ে ৮০ হাজার ৩০০ পয়েন্টের আশেপাশে চলে আসে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ৫০ পয়েন্ট নেমে গিয়ে ২৪ হাজার ৫৮০ পয়েন্টের আশেপাশে নেমে যায়। ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে ১৪টিই লোকসানে চলছে। যার ফলে বাজার থেকে কয়েক লক্ষ কোটি টাকা উবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande