নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে নিশানা করে কেন্দ্রের তোপের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক বলে উল্লেখ করল বিদেশ মন্ত্রক।
তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গ্লোবাল সাউথের বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এক উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কিছু মন্তব্য আমাদের চোখে পড়েছে। এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক। কোনও রাষ্ট্রীয় প্রতিনিধির পক্ষে শোভনীয়ও নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ