শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১১ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ আস্তে আস্তে সরছে ঝড়খণ্ড-ওড়িশার দিকে। একটু ধীরে হলেও বাংলা থেকে সরছে নিম্নচাপ। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্র ও শনিবার বজ্রব
Rain


কলকাতা, ১১ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ আস্তে আস্তে সরছে ঝড়খণ্ড-ওড়িশার দিকে। একটু ধীরে হলেও বাংলা থেকে সরছে নিম্নচাপ। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনা জেলাতে। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই দিনে। এদিকে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande