হাওড়া, ৩১ আগস্ট (হি.স.): দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুপুর একটার কিছু পরে হাওড়ার নিবড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। যদিও মন্ত্রীর কোনও আঘাত লাগেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।
জানা গেছে, রবিবার ডানকুনির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন মন্ত্রী। সামনে ছিল পাইলট কারও। তবে ডোমজুড়ের নিবড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী লেনে দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। তীব্র গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার যে গাড়িতে বসেছিলেন, সেই গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে। অভিঘাতে মন্ত্রীর গাড়ির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে প্রদীপবাবুকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে বের করে নিয়ে আসা হয়। তিনি সুস্থই রয়েছেন বলে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ