
হামিরপুর, ৩১ আগস্ট (হি. স.): উত্তর প্রদেশের হামিরপুরে রবিবার দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। প্রথম দুর্ঘটনাটি ঘটে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের জরিয়া থানা এলাকার ইটেলিয়াবাজা গ্রামের কাছে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান বিলগাঁও ডান্ডা চিকাসির বাসিন্দা রবি নিষাদ (৩০) ও হরদুয়া গ্রামের সনি (২০)। একই গ্রামের ভগত সিং (২২) এবং টোলা রাওত মঝগাঁওয়ের অভয় (১২) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়। এক পুলিশ আধিকারিক জানান, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
অন্যদিকে, কুরারা বাজারের উপেন্দ্র কুমার (৩৫) বাইকে করে স্ত্রীর সঙ্গে যাচ্ছিলেন মৌদহা থানার অন্তর্গত এলাকার মকরাঁও গ্রামে। কানপুর-সাগর জাতীয় সড়কে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এক পুলিশ আধিকারিক জানান, পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । ট্রাকচালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য