তিনদিনের স্বল্পকালীন বিধানসভার বিশেষ অধিবেশন বসছে আগামীকাল
কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : আগামী কাল থেকে তিনদিনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। বিধানসভার সচিবালয় সূত্রেই তা সরকারিভাবে জানা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার সকালে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। প্রথমেই অধ্যক্ষ বিমান বন্দোপাধ্য
বিধানসভার স্বল্পকালীন বিশেষ অধিবেশন আগামীকাল


কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : আগামী কাল থেকে তিনদিনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। বিধানসভার সচিবালয় সূত্রেই তা সরকারিভাবে জানা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার সকালে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। প্রথমেই অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের চেম্বারে ওই বৈঠকটি হবে। তারপর রয়েছে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। ওই বৈঠকে তিনদিনের কার্যসূচি নিয়েই আলোচনা হবে। এ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, ১৬৯ ধারা অনুযায়ী, সরকার পক্ষের তরফে এক প্রস্তাব আনা হতে চলেছে। উল্লেখ্য, এরপর আগামী দুই দিন ধরেই আনীত সরকারি প্রস্তাব নিয়ে মঙ্গলবার ও বৃহস্পতিবার আলোচনার জন্য দিন ধার্য করেছে ও চূড়ান্তভাবে তা গৃহীত হয়েছে। যদিও আদিবাসী সম্প্রদায়ের করম পুজো তথা উৎসবের জন্য বুধবার বিধানসভা বন্ধ থাকবে বলে জানান উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। এদিকে, সরকার ও বিরোধী পক্ষের সমস্ত সদস্যরা ওই সরকারি প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখবেন। সময় বরাদ্দ করা হয়েছে ও আলোচনার জন্য প্রাথমিকভাবে স্থির হয়েছে। যদিও এ পর্যন্ত বিরোধী দলের তরফেও এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত জানানো হয় নি। উল্লেখ্য, প্রথম দিন সোমবার দুপুর ১২ টায় প্রথমার্ধের সভা শুরু হবে। এরপর শোকপ্রস্তাব পাঠ করবেন অধ্যক্ষ। তারপর দিনের মত সভায় কাজ মুলতুবি করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande