কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : এই শহরে স্কুলগুলিতে পাঠরত পড়ুয়াদের ডিজিটাল যুগেও এই মুহূর্তে গ্রন্থাগারমুখী করে তুলতে বা পাঠাগারের অভিমুখে নিয়ে আসতে তৎপর রাজ্য সরকার। এর পাশাপাশি বেসরকারি উদ্যোগেও সেই কাজ জোরকদমেই চলছে। শুধু বইয়ের সংগ্রহশালা নয়, আমাদের মনন, চিন্তন ও গবেষণার এক বিশাল ভাণ্ডার লাইব্রেরি তথা পাঠাগার। সুতরাং বর্তমান ডিজিটাল যুগেও পাঠাগারের গুরুত্ব ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কলকাতার শ্রী জৈন বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক - 'মদন কুমার মেহতা মেমোরিয়াল লাইব্রেরি।' এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী সুধীর কুমার মেহতার উদ্যোগে স্কুলের এই গ্রন্থাগারের আধুনিকীকরণের পর তা সুধীর মেহতার পিতা প্রয়াত মদন কুমার মেহতার স্মৃতিতেই উৎসর্গ করা হয়েছে। এই স্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায় রবিবার ডিজিটাল গ্রন্থাগারের উদ্বোধন করেন। প্রয়াত মদন জায়া শান্তা কুমারী মেহেতা, বিশিষ্ট চিকিৎসক ড. অমিত কুমার রায়, বিদ্যালয়ের দুই সভাপতি বিনোদ কাঙ্কারিয়া ও সর্দার মল কাঙ্কারিয়া, অধ্যক্ষ সঞ্জয় কুমার পাণ্ডে, সম্পাদক মনোজ কুমার বোথরা প্রমুখ উপস্থিত ছিলেন। বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, শিক্ষা ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়। এই উদ্যোগ আগামী প্রজন্মকে সঠিক পথেই পরিচালিত করবে। সুধীর কুমার মেহেতা বলেন, আধুনিক সাজসজ্জায় তৈরি এই পাঠাগারে ডিজিটাল লার্নিং-এর সুবিধা যুক্ত হওয়ায় ছাত্রছাত্রীরা অনলাইন রিসোর্স, ই-জার্নাল ও শিক্ষামূলক ডাটাবেস ব্যবহার করতে পারবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত