তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : ত্রিপুরায় দুঃশাসন চলছে। দিকে দিকে সরকারি অর্থের লুট বাণিজ্য থেকে শুরু করে সংবিধানকে পদদলিত করে সাধারণ মানুষের অধিকারকে নিরন্তরভাবে লুণ্ঠন করা হচ্ছে। এমন গুরুতর অভিযোগ করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
রবিবার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় বাম যুবদের শহীদ স্মরণে সমাবেশে বক্তব্য রাখেন জিতেন্দ্র চৌধুরী। তিনি দাবি করেন রাজ্যজুড়ে সাধারণ মানুষ, যুবক, কৃষক অভিজ্ঞতার নিরিখে প্রতিবাদে মুখরিত হচ্ছেন এবং সার্বিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে আগামীদিনে রাজ্য তথা দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে প্রস্তুত হচ্ছেন।
সমাবেশের প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যুবরা সম্মিলিতভাবে আজকের এই সমাবেশ সংগঠিত করেছেন তার জন্য যুবদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। প্রাক্তন বাম যুব নেতা তপন চক্রবর্তীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে মানিক সরকার দাবি করেন তপন চক্রবর্তীর মত বীর শহীদেরা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইকে তেজী করার জন্য শহীদ হয়েছেন। গোটা দেশ তথা রাজ্যজুড়ে বিজেপি দলের নেতৃত্বে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করে এই পরিস্থিতি মোকাবেলায় সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান মানিক সরকার।
উল্লেখ্য, ধলাই জেলার একটা অংশ, খোয়াই জেলা এবং পশ্চিম জেলার একটা অংশের বাম যুবকর্মীদের সদর্থক উপস্থিতিতে এদিন তেলিয়ামুড়ায় বামপন্থী যুব সংগঠনের প্রাক্তন রাজ্য নেতার শহীদান দিবস পালন করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ