
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত তুইসিন্দ্রাইবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা। যদিও শেষ সংবাদ পর্যন্ত স্কুল থেকে কি চুরি হয়েছে এই বিষয়গুলি জানা সম্ভব হয়নি। তবে স্কুলের ২৬টি স্টিলের আলমিরা ভাঙচুর করা হয়েছে।
রবিবার সকালে স্থানীয় এক মহিলা মাঠে ছাগল চড়াতে গিয়ে চুরির ঘটনা বুঝতে পারেন। তারপর তিনি বিষয়টি এলাকার লোকজনকে জানান। খবর দেওয়া হয় শিক্ষক এবং প্রধান শিক্ষককে। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।
সবাই আশঙ্কা প্রকাশ করছেন চোরের দল হয়তবা আলমিরা থেকে মূল্যবান কিছু সামগ্রী নিয়ে গেছে। তাছাড়া স্কুলে থাকা নগদ দুই তিন হাজার টাকা নিয়ে গিয়েছে। এই টাকা ভর্তির সময় সংগ্রহ করা হয়েছিল।
আবার কয়েকজন সন্দেহ প্রকাশ করেছেন, কম্পিউটার থেকে হার্ডডিক্স চুরি হয়েছে এবং এই বিষয়টা নিয়েই ব্যাপক গুঞ্জন চলছে। তবে পুলিশ একটি চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ