উত্তরকাশীতে পথ দুর্ঘটনায় আহত ৪
গঙ্গোত্রী হাইওয়েতে গাড়ি গাছে ধাক্কা, গুরুতর আহত ১, জখম আরও ৩ উত্তরকাশী, ১২ জুলাই(হি. স.): উত্তরাখণ্ডের গঙ্গোত্রীর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, শনিবার ডুন্ডা নোলিয়াসৌডের কাছে একটি কলেজের সামনে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয
দুর্ঘটনায়


গঙ্গোত্রী হাইওয়েতে গাড়ি গাছে ধাক্কা, গুরুতর আহত ১, জখম আরও ৩

উত্তরকাশী, ১২ জুলাই(হি. স.): উত্তরাখণ্ডের গঙ্গোত্রীর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, শনিবার ডুন্ডা নোলিয়াসৌডের কাছে একটি কলেজের সামনে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে। গাড়িতে থাকা চারজনই আহত হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবীধার থেকে আসছিল গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহতদের মধ্যে গগন(২৮) কে গুরুতর আহত অবস্থায় উত্তরকাশী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজন—উত্তম (১৯), আশীষ (৩০) ও কৈলাশ (৩০)-চিকিৎসাধীন ডুন্ডা সরকারি হাসপাতালে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande