বিহারে ৩ মদ ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ চোলাই ও বিদেশি মদ
পূর্ব চম্পারণ, ১২ জুলাই (হি.স.): বিহারে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার হল ৩২৫ বোতল নেপালি চোলাই মদ ও ২৫ লিটারের বেশি বিদেশি মদ। শনিবার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে রংপুর বাজার থেকে ৩২৫ বোতল নেপালি চোলাই ও একটি বাইক স
বিহারে ৩ মদ ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ চোলাই ও বিদেশি মদ


পূর্ব চম্পারণ, ১২ জুলাই (হি.স.): বিহারে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার হল ৩২৫ বোতল নেপালি চোলাই মদ ও ২৫ লিটারের বেশি বিদেশি মদ।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে রংপুর বাজার থেকে ৩২৫ বোতল নেপালি চোলাই ও একটি বাইক সহ গ্রেফতার করা হয় মদ ব্যবসায়ী মো. জামাল মিয়াকে। তিনি বৈরগনিয়া থানার অন্তর্গত ভাটোউলিয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে বোকানে কালা গ্রাম থেকে দুই মহিলা— নূরশিদা খাতুন ও খাতুনা খাতুন—কে গ্রেফতার করা হয় ২৫.৮৯০ লিটার বিদেশি মদের সঙ্গে।

তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে মোতিহারির বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande