কুমারঘাটে আনারস উৎসব
কুমারঘাট (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল আনারস উৎসব। কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের উদ্যোগে কুমারঘাটের গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে শনিবার একদিনের এই আনারস উৎসবের সূচনা করেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দফত
মন্ত্রী রতনলাল নাথ


কুমারঘাট (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল আনারস উৎসব। কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের উদ্যোগে কুমারঘাটের গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে শনিবার একদিনের এই আনারস উৎসবের সূচনা করেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী রতনলাল নাথ।

রাজ্যের তিনটি জেলা থেকে আনারস চাষীরা তাঁদের উৎপাদিত আনারস নিয়ে হাজির হন এই উৎসবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কুইন প্রজাতির আনারসের প্রশংসা করেন কৃষিমন্ত্রী। মন্ত্রী রতনলাল নাথ বলেন, সব রাজ্যেরই কিছু জিনিসে বিশেষত্ব রয়েছে। ঠিক তেমনি ত্রিপুরায় ফলের মধ্যে গুরুত্ব পেয়েছে কুইন প্রজাতির আনারস।

মন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই আনারসকে রাজ্যিক ফল হিসেবে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতির হাত ধরে। আনারসের উৎপাদন এবং বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষ্যেই এই উৎসবের আয়োজন বলে জানান কৃষিমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক তমাল মজুমদার, উদ্যান বিভাগের সচিব দীপক কুমার দাস, কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা।

এদিন রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলা থেকে আনারস চাষীরা তাঁদের উৎপাদিত আনারস নিয়ে হাজির হয়েছেন প্রদর্শনীতে। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে প্রদর্শনীতে সামিল আনারস চাষীদের হাতে পুরুষ্কার হিসেবে চেক তুলে দেন অতিথীরা। উদ্বোধন শেষে আনারস উৎসবের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন অতিথীরা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande