তিপ্রা মথার দিল্লি পদযাত্রা ত্রিপুরা অতিক্রম করে ঢুলক অসমে
কদমতলা (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে জনজাতি জনগণের ন্যায্য অধিকারের দাবিতে দিল্লির উদ্দেশ্যে আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় বের হয়েছেন তিপ্রা মথার বিশিষ্ট নেতা ডেভিড মুড়াসিং ও
পদযাত্রা


কদমতলা (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে জনজাতি জনগণের ন্যায্য অধিকারের দাবিতে দিল্লির উদ্দেশ্যে আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় বের হয়েছেন তিপ্রা মথার বিশিষ্ট নেতা ডেভিড মুড়াসিং ও তাঁর অনুগামীরা।

এই পদযাত্রার সূচনা হয়েছে রাজধানী আগরতলা থেকে এবং গন্তব্য জাতীয় রাজধানী দিল্লি। শনিবার তিনি পদযাত্রা করে চুড়াইবাড়িতে পৌঁছান। পথে শনিছড়া, খেরেংজুড়ি, চুরাইবাড়ি অঞ্চলে শত শত জনজাতি অংশের মানুষ তাঁকে স্বাগত জানাতে রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। প্রচণ্ড গরমের মধ্যেও ডেভিড মুড়াসিং-এর সাথে অনেকে হেঁটে চলেন, যা আন্দোলনের প্রতি তাঁদের প্রতিশ্রুতি এবং আবেগেরই প্রতিফলন। এই পদযাত্রা সন্ধ্যায় অসমে প্রবেশ করেছে।

এই ঐতিহাসিক পদযাত্রায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও শামিল ছিলেন। উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র জগদীশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ। ডেভিড মুড়াসিং সাংবাদিকদের জানান, “ত্রিপুরায় বছরের পর বছর ধরে অনুপ্রবেশ চলেছে। এর ফলে জনজাতি জনগোষ্ঠী আজ নিজেদের ভূমিতে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। এই পদযাত্রা শুধুমাত্র প্রতীকী নয়, এটি কেন্দ্রীয় সরকারের নীতিনির্ধারকদের কাছে আমাদের দাবি পৌঁছে দেওয়ার পথ। তিনি আরও বলেন, জনজাতি জনগণের স্বার্থে তিপ্রা মথা দলের যেকোনও পদক্ষেপ হবে শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং গণতান্ত্রিক পথে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande