বিজেপির শ্রীভূমি শহর মণ্ডলের গুরুপ্রণাম, সংবর্ধনা পাঁচ দিকপালকে
শ্রীভূমি (অসম), ১২ জুলাই (হি.স.) : গুরুপূর্ণিমা উপলক্ষে ''গুরুপ্রণাম'' অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপির শ্রীভূমি শহর মণ্ডল সমিতি। এই অনুষ্ঠানে মণ্ডলের কর্মকর্তারা শ্রীভূমির পাঁচজন বিশিষ্ট নাগরিককে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানে
বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক চন্দ্রজ্যোতি ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদানের মুহূর্ত


শ্রীভূমি (অসম), ১২ জুলাই (হি.স.) : গুরুপূর্ণিমা উপলক্ষে 'গুরুপ্রণাম' অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপির শ্রীভূমি শহর মণ্ডল সমিতি। এই অনুষ্ঠানে মণ্ডলের কর্মকর্তারা শ্রীভূমির পাঁচজন বিশিষ্ট নাগরিককে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংবর্ধনা প্রদান করেছেন।

বৃহস্পতিবার গুরুপূর্ণিমার এই অনুষ্ঠানটি কোনও নির্দিষ্ট স্থানে আয়োজিত হয়নি। বরং, তাঁদের সম্মান জানাতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রণতি নিবেদন করে উত্তরীয় পরিয়ে এবং বই সহ কিছু উপহার সামগ্রী হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

বিজেপির শহর মণ্ডলের পক্ষ থেকে যাঁদের সংবর্ধিত করা হয়েছে, তাঁরা যথাক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক চন্দ্রজ্যোতি ভট্টাচার্য, রবীন্দ্রসদন বালিকা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তথা প্রখ্যাত গণিত শিক্ষক ড. নিবারণ দাস, শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি, হিন্দু মিলন মন্দিরের সন্ন্যাসী সিতাংশু মহারাজ এবং ভারতী সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষা মল্লিকা দাসচৌধুরী।

গুরুপ্রণাম ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিজেপির শহর মণ্ডলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি কিশোর দে, উপসভাপতি অজয়কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপম দাসচৌধুরী, সামাজিক মাধ্যমের আহ্বায়ক অভিজিৎ দে রূপাই। এছাড়া ছিলেন বিভিন্ন স্তরের পদাধিকারী রূপশ্রী দাস, হীরকজ্যোতি দাস, প্রসেনজিৎ দেবরায়, দিলীপ পুরকায়স্থ, পার্থপ্রতিম নাথ, জয়াপতি বণিক, শুভ্রকান্তি দাসপুরকায়স্থ, রুমা দাস, দিলীপ চৌধুরী, শুভ্রপ্রকাশ দেব প্রমুখ। আজ শনিবার এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন মণ্ডলের প্রচার প্রমুখ অভিজিৎ দে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande