দতিয়া, ১২ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের দতিয়া জেলাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে,শনিবার দুপুরে ইন্দরগড় থানার অন্তর্গত একটি নির্মীয়মান পুকুরে। জানা গেছে এদিন দুপুরে ডুবে মৃত্যু হয় তিন কিশোরীর। ঘটনায় জেরে এলাকায় শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গেছে, ইন্দরগড় এলাকার গ্বালিয়র রোডের পেট্রোল পাম্পের কাছে থাকা চার কিশোরী খেলার ছলে দুপুরে নির্মীয়মান দালমিল রোডের একটি পুকুরে যায়। স্নানের সময় পুকুরের গভীরতা বোঝার অভাবে তিনজন ডুবে যায়। তাদের সঙ্গে থাকা এক কিশোরী কোনওভাবে পুকুর থেকে উঠে এসে স্থানীয়দের খবর দেয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, ডুবুরি নামিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পর তিনজনের দেহ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানান , মৃত কিশোরীদের নাম টিনা আদিবাসী (১৫), নাতাশা আদিবাসী (১০) ও অরুণা আদিবাসী (৬)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য