রাজস্থানে ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ গেল দম্পতির
ভরতপুর, ১২ জুলাই(হি. স.): রাজস্থানের ভরতপুর জেলাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে ভরতপুরের সারস চৌরাস্তার কাছে। জানা গেছে, দুই সন্তান শহরে পড়াশোনা করে। মা-বাবা মাঝেমধ্যে এসে দেখে যান সন্তানদের। শনিবারও এসেছিলেন ঠিক সেই কাজেই
পথ দুর্ঘটনা


ভরতপুর, ১২ জুলাই(হি. স.): রাজস্থানের ভরতপুর জেলাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে ভরতপুরের সারস চৌরাস্তার কাছে।

জানা গেছে, দুই সন্তান শহরে পড়াশোনা করে। মা-বাবা মাঝেমধ্যে এসে দেখে যান সন্তানদের। শনিবারও এসেছিলেন ঠিক সেই কাজেই। কিন্তু ফেরা হল না আর। হেলক গ্রামের বাসিন্দা নেত্রপাল গুর্জর (৩৬) ও তাঁর স্ত্রী কৃপা (৩২)-র জীবন থেমে গেল এক ঝটকায়।

শনিবার সকাল ছ’টা নাগাদ ভরতপুরের সারস চৌরাস্তার কাছে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ওই দম্পতির। পুলিশ সূত্রে খবর, জয়পুর থেকে আগ্রাগামী একটি গ্যাস ট্যাঙ্কার তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ট্যাঙ্কারের চালক পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নেত্রপাল হেলক গ্রামে কৃষিকাজ করতেন। তিন সন্তান – নিধি (১৯), নেহা (১৮) ও দুরগেশ (১৫) – পড়াশোনার জন্য ভরতপুর শহরের থাকত। সন্তানের সঙ্গে দেখা করে শনিবার সকালে গ্রামে ফেরার পথে ঘটে দুর্ঘটনা কবলে পড়েন বাবা-মা। গোটা পরিবারের শোকের ছায়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande