বক্সিরহাট, ১২ জুলাই (হি. স.) : কোচবিহারের ছোটগুমা এলাকায় বাড়ির পাশ থেকে উদ্ধার হল গৃহবধূর দেহ। শনিবার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, অসমের ছোটগুমার বাসিন্দা স্ত্রী সম্মতি চৌধুরী। তাঁর স্বামী মুন্নি চৌধুরী কর্মসূত্রে থাকেন গুয়াহাটিতে। ছেলে থাকেন কোচবিহারে । বাড়িতে শাশুড়ি ও দেওরকে নিয়ে থাকতেন সম্মতি দেবী। শনিবার সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বৌমা দরজা না খোলায় ডাকাডাকি শুরু করেন শাশুড়ি মা। অবশেষে বৌমার সাড়া না পেয়ে দরজা খুলতেই হতবাক হয়ে যান শাশুড়ি। দেখেন বিছানার পাশে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। এরপরেই গৃহবধূর খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বাড়ি সংলগ্ন মরা সংকোশ নদীর ধারে দেহ পড়ে থাকতে দেখেন পরিবার ও প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতার মোবাইল ফোন উদ্ধার করে। পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ধুবড়ি জেলা হাসপাতালে । পুলিশের প্রাথমিক অনুমান, গৃহবধূকে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে। সবমিলিয়ে গোটা ঘটনায় তুমুল চাঞ্চল্য।
হিন্দুস্থান সমাচার / সোনালি