পুলিশের গুলিতে জখম গরু পাচারকারী
বালিয়া, ১২ জুলাই (হি.স.): শুক্রবার রাতে বলিয়া পুলিশের সঙ্গে গরু পাচারকারী এক পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ তাকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও গুলি করলে পাচারকারী তৈয়ব খানের পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়ে
পুলিশের গুলিতে জখম গরু পাচারকারী


বালিয়া, ১২ জুলাই (হি.স.): শুক্রবার রাতে বলিয়া পুলিশের সঙ্গে গরু পাচারকারী এক পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ তাকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও গুলি করলে পাচারকারী তৈয়ব খানের পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে পুলিশ আধিকারিক অনিল ঝা এ খবর জানিয়ে বলেন , শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার ভীমপুরা থানার পুলিশ লোহতা কালভার্টের কাছে তল্লাশি চালাচ্ছিল। এই সময় মোটরসাইকেলে বসে থাকা দুজন সন্দেহভাজন ব্যক্তিকে থামাতে গেলে মোটরসাইকেল আরোহী না থামিয়ে পিছু হটে মাঠের দিকে দৌড়ানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশের পাল্টা জবাবে সিকান্দারপুর বালিয়ার বাসিন্দা তৈয়ব খানের বাম পায়ে গুলি লাগে। অপর অপরাধী সুনীল যাদব অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃত তৈয়ব খানের কাছ থেকে একটি পিস্তল এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পলাতক অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande