শিলিগুড়ি, ১২ জুলাই (হি.স.) : শিলিগুড়ির বাগডোগরার হাঁসখোয়া এলাকায় একটি প্রসাধনীর দোকানে আগুন লাগে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। দোকান থেকে হঠাৎ আগুন বের হতে শুরু করে, এবং আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাপ্ত তথ্য অনুসারে, এদিন সকালে ওই প্রসাধনীর দোকান থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা । দমকল বিভাগ এবং পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়। খবর পাওয়ার সাথে সাথে মাটিগাড়া এবং নকশালবাড়ি দমকল বিভাগের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময়ের মধ্যে বাগডোগরা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে ওই দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক অজিত দাসের মতে, আগুনে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দমকল বিভাগ এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি