রাজস্থানে বৃষ্টির জেরে ৩ জেলায় কমলা, ২৫ জেলায় হলুদ সতর্কতা জারি
জয়পুর, ১২ জুলাই(হি. স.): শ্রাবণ পড়তেই মেঘরাজা রাজস্থানে ঝাঁপিয়ে পড়েছেন। রাতভর বৃষ্টির পরে শনিবার সকালেও রাজ্যের বহু জায়গায় বৃষ্টির ছবি। আবহাওয়া দফতর শনিবার কোটা, বারাঁ ও ঝালাওয়াড় জেলার জন্য জারি করেছে কমলা সতর্কতা। সঙ্গে রাজ্যের আরও ২৫টি জেল
রাজস্থানে বৃষ্টির জেরে ৩ জেলায় কমলা, ২৫ জেলায় হলুদ সতর্কতা জারি


জয়পুর, ১২ জুলাই(হি. স.): শ্রাবণ পড়তেই মেঘরাজা রাজস্থানে ঝাঁপিয়ে পড়েছেন। রাতভর বৃষ্টির পরে শনিবার সকালেও রাজ্যের বহু জায়গায় বৃষ্টির ছবি। আবহাওয়া দফতর শনিবার কোটা, বারাঁ ও ঝালাওয়াড় জেলার জন্য জারি করেছে কমলা সতর্কতা। সঙ্গে রাজ্যের আরও ২৫টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জয়পুর সহ একাধিক জায়গায় হয়েছে ৯০ মিমিরও বেশি বৃষ্টি। জল জমে শহরের রাস্তাঘাট, দোকানপাটে ভোগান্তি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছে, শনিবার রাত পর্যন্ত কোটা, বারাঁ, ঝালাওয়াড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিকানের, চুরু, গঙ্গানগর, সিকর, ঝুনঝুনু, আলওয়ার, দৌসা, ধৌলপুর সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে চম্বল নদীর জলস্তরও হু হু করে বাড়ছে। রানা প্রতাপ সাগর ও জওহর সাগর বাঁধে প্রবল জলস্রোত।

শ্রাবণের প্রথম দিনেই এমন বর্ষা রাজ্যবাসীর কাছে স্বস্তির হাওয়া বয়ে এনেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande