উইম্বলডন ২০২৫: মহিলাদের ফাইনালে শনিবার সুইয়াটেকের মুখোমুখি আনিসিমোভা
লন্ডন, ১২ জুলাই (হি.স.) :উইম্বলডন ২০২৫ মহিলা এককের ফাইনাল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের ১৩তম দিনে, অর্থাৎ শেষ দিনে শনিবার, লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে। ঘাসের মেজরে প্রথমবারের মতো ফাইনালিস্ট হওয়া দুইজনের লড়াইয়ে অষ্টম বাছাই প
উইম্বলডন ২০২৫: মহিলাদের ফাইনালে আজ সুইয়াটেকের মুখোমুখি আনিসিমোভা


লন্ডন, ১২ জুলাই (হি.স.) :উইম্বলডন ২০২৫ মহিলা এককের ফাইনাল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের ১৩তম দিনে, অর্থাৎ শেষ দিনে শনিবার, লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে।

ঘাসের মেজরে প্রথমবারের মতো ফাইনালিস্ট হওয়া দুইজনের লড়াইয়ে অষ্টম বাছাই পোল ইগা সুইয়াটেক ১৩তম বাছাই আমেরিকান আমান্ডা আনিসিমোভার মুখোমুখি হবেন। রাত ৮:৩০ ভারতীয় সময় (স্থানীয় সময় বিকাল ৪টা) খেলা শুরু হবে।

আর পুরুষদের ডাবলসের ফাইনালে, পঞ্চম বাছাই ব্রিটিশ জুটি জুলিয়ান ক্যাশ এবং লয়েড গ্লাসপুল অস্ট্রেলিয়ান-ডাচ জুটি রিঙ্কি হিজিকাটা এবং ডেভিড পেলের মুখোমুখি হবেন। বিকাল ৫:৩০ ভারতীয় সময় (স্থানীয় সময় দুপুর ১টা) খেলা শুরু হবে।

নতুন রানি পাচ্ছে উইম্বলডন:

কেরিয়ারে এটিই প্রথম ফাইনাল অ্যানিসিমোভার। বিপরীতে সুইয়াটেকের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচ ফাইনালের পাঁচটিতেই জিতেছেন শিরোপা। তাই শনিবারের ফাইনালে কে ফেবারিট, তা আর না বললেও চলে।

তবে পেশাদার সার্কিটে দুজনের এটি প্রথম সাক্ষাৎকার। সুইয়াটেক কাগজে-কলমে এগিয়ে থাকলেও কঠিন একটা চ্যালেঞ্জ তিনি আশা করছেন অ্যানিসিমোভার কাছ থেকে, ‘নিশ্চয় ও খুব ভালো খেলে। উইম্বলডনের আগেও সে দারুণ একটা টুর্নামেন্ট (কুইন্স ওপেন) খেলেছে। ঘাসের কোর্টে কীভাবে খেলতে হয়, সেটা ও জানে। ওর খেলার ধরনটা এই কোর্টের সঙ্গে বেশি মানানসই। তাই ওর বিপক্ষে খেলা হবে চ্যালেঞ্জিং।’

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande