উইম্বলডন: আলকারাজ এবং ফ্রিটজ ম্যাচ চলাকালীন দেখালেন মানবিকতা
লন্ডন, ১২ জুলাই (হি.স.) : শুক্রবার কার্লোস আলকারাজ এবং টেলর ফ্রিটজের মধ্যকার উইম্বলডন সেমিফাইনাল ম্যাচে দু''বার খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ দুই ভক্ত গরমে অসুস্থ বোধ করেছিলেন। দ্বিতীয় সেটের অষ্টম খেলা চলাকালীন ম্যাচের বিলম্ব ঘটে। তখন সেন
উইম্বলডন:  আলকারাজ এবং ফ্রিটজ ম্যাচ চলাকালীন দেখালেন মানবিকতা


লন্ডন, ১২ জুলাই (হি.স.) : শুক্রবার কার্লোস আলকারাজ এবং টেলর ফ্রিটজের মধ্যকার

উইম্বলডন সেমিফাইনাল ম্যাচে দু'বার খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ দুই ভক্ত গরমে অসুস্থ বোধ করেছিলেন।

দ্বিতীয় সেটের অষ্টম খেলা চলাকালীন

ম্যাচের বিলম্ব ঘটে। তখন সেন্টার কোর্টে তাপমাত্রা ৮৯.৬ ডিগ্রি ফারেনহাইট (৩২ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছে যায়। বৃহস্পতিবার মহিলাদের সেমিফাইনাল ম্যাচেও একই রকম বিরতি ঘটে।

প্রথমে ফ্রিটজ তাঁর কুলার থেকে একটি জলের বোতল বের করে একজন বল বয়কে অসুস্থ ভক্তের কাছে নিয়ে যেতে নির্দেশ দেন। এরপর আলকারাজ এবং ফ্রিটজ দ্বিতীয় স্টপেজের সময় নেটে কিছুক্ষণ কথা বলেন, যা কয়েক মিনিট স্থায়ী হয়। উভয় ভক্তই চিকিৎসা সেবা পান আলকারাজ ও ফ্রিজের কাছ থেকে।

ঘাস-কোর্ট টুর্নামেন্টের প্রথম দিন রেকর্ড-ভঙ্গকারী তাপের অভিজ্ঞতা হয়েছিল যখন তাপমাত্রা ৯১ ডিগ্রি ফারেনহাইট (৩৩ ডিগ্রি সেলসিয়াস) বেড়ে গিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande