হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার
কাংড়া, ১৩ জুলাই (হি.স.): বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে হিমাচল প্রদেশে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যুও হয়েছে বহু মানুষের। হিমাচলে প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজেপি নেতা। রবিবার সকালে কা
হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার


কাংড়া, ১৩ জুলাই (হি.স.): বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে হিমাচল প্রদেশে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যুও হয়েছে বহু মানুষের। হিমাচলে প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজেপি নেতা।

রবিবার সকালে কাংড়া বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেছেন, এই দুঃখের সময়ে, জনগণকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে বিজেপি। তারা খাদ্য, ওষুধ, বাসনপত্র এবং চিকিৎসার মাধ্যমে ত্রাণ সরবরাহ করেছে। নির্বাচিত সাংসদরাও ব্যক্তিগত পর্যায়ে সহায়তা প্রদান করেছেন। কেন্দ্র এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকাজের মাধ্যমেও ক্রমাগত সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতেও প্রদান করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande