ফ্লোরিডা, ১৩ জুলাই (হি.স.) : রবিবার ক্লাব বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের মাঠে বসে খেলা দেখার ব্যাপারটা নিশ্চিত করেছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল পিএসজি ও চেলসি। জানা গেছে, ফাইনালে ট্রাম্প শুধু দর্শক হিসেবেই নয়, ট্রফি প্রদান অনুষ্ঠানেও অংশ নিতে পারেন।
আগামী বছর ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিতি অনেকটা ট্রায়াল হিসেবেই দেখছেন অনেকে।
এদিকে ট্রাম্পের আগমণ উপলক্ষ্যে ভেন্যুতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত বছর পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সভায় ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। তাই সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দুই ক্লাবের সিনিয়র প্রতিনিধিদের সঙ্গেই ট্রাম্প বসবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি