জামাইকা, ১৩ জুলাই (হি.স.) : জামাইকায় হোয়াইটওয়াশ এড়ানোর অভিযানে দিন-রাতের টেস্টের প্রথম দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই।
স্যাবাইনা পার্কে ম্যাচের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার ২২৫ রানের জবাবে ১৬ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
দিনের শেষে উইকেটে আছেন কিং(৮) ও রস্টোন চেইস(৩)।
উইন্ডিজের উইকেটটি নেন শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক।
সিরিজের আগের দুই ম্যাচের মতো পেসারদের দাপট চলমান শেষটিতেও। অস্ট্রেলিয়ার সব উইকেট ভাগাভাগি করে নেন ক্যারিবিয় তিন পেসার শামার, সিলস ও জাস্টিন গ্রিভস।
অস্টেলিয়ার হয়ে বেশি রান করেন গ্রিন ৪৬ ও স্মিথ ৪৮।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি