তিরুভাল্লুরে মালগাড়িতে আগুনের জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, হেল্পলাইন নম্বর চালু দক্ষিণ রেলের
তিরুভাল্লুর, ১৩ জুলাই (হি.স.): সাহায্যপ্রার্থী যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল দক্ষিণ রেলওয়ে। রবিবার সকালে তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে একটি মালগাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই এই পদক্ষেপ করেন রেল কর্তৃপক্ষ। সমাজমাধ্যমে জানানো হয়েছে, ক
তিরুভাল্লুরে মালগাড়িতে আগুনের জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, হেল্পলাইন নম্বর চালু দক্ষিণ রেলের


তিরুভাল্লুর, ১৩ জুলাই (হি.স.): সাহায্যপ্রার্থী যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল দক্ষিণ রেলওয়ে। রবিবার সকালে তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে একটি মালগাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই এই পদক্ষেপ করেন রেল কর্তৃপক্ষ। সমাজমাধ্যমে জানানো হয়েছে, কোনও যাত্রী সাহায্যের জন্য ০৪৪-২৫৩৫৪১৫১ অথবা ০৪৪-২৪৩৫৪৯৯৫ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, রবিবার সকালে তিরুভাল্লুরের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ওভারহেড বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande