পাটনা, ১৪ জুলাই (হি.স.) : বিহারে বিগত ২৪ ঘণ্টায় বজ্রপাতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাঁকা জেলায় সর্বাধিক পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তার পরে গয়ায় দু'জন। পাটনা এবং নালন্দা জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, বৃষ্টিপাতের সময় মানুষ জমিতে কাজ করছিল। খরিফ মরশুমের কারণে কৃষকরা আজকাল ধান রোপণে ব্যস্ত। আবহাওয়া বিভাগ সিওয়ান, সীতামারহি, শেওহর, মুঙ্গের, মধুবনী, জামুই এবং সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার জন্য বজ্রপাত, ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ