ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতির আইকন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন সরোজা দেবী : প্রধানমন্ত্রী
বেঙ্গালুরু, ১৪ জুলাই (হি.স.): বর্ষীয়ান দক্ষিণী অভিনেত্রী বি. সরোজা দেবী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেত্রী সরোজা দেবী সোমবার সকাল ৯টা নাগাদ বেঙ্গালুরুর মল্লেশ্বরমে তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন। বর্ষীয়ান
৮৭ বছরে জীবনাবসান, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সরোজা দেবী


বেঙ্গালুরু, ১৪ জুলাই (হি.স.): বর্ষীয়ান দক্ষিণী অভিনেত্রী বি. সরোজা দেবী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেত্রী সরোজা দেবী সোমবার সকাল ৯টা নাগাদ বেঙ্গালুরুর মল্লেশ্বরমে তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন। বর্ষীয়ান এই অভিনেত্রী দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

বর্ষীয়ান অভিনেত্রী সরোজা দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব বি. সরোজা দেবীজির মৃত্যুতে আমি শোকাহত। ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতির একজন অনুকরণীয় প্রতীক হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর বৈচিত্র্যময় অভিনয় প্রজন্মের পর প্রজন্ম ধরে ছাপ রেখে গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande