চণ্ডীগড়, ১৪ জুলাই (হি.স.):ধর্মগ্রন্থ অবমাননা করলেই যাবজ্জীবন জেল। জামিনও মিলবে না। সোমবার পাঞ্জাব বিধানসভার এক বিশেষ অধিবেশনে ‘পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা প্রতিরোধ বিল, ২০২৫’ নামে একটি নতুন বিল প্রস্তাব করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই বিলেই এই শাস্তির কথা বলা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভা এই বিলকে অনুমোদন দিয়েছে। বিধানসভায় পাশ হলেই প্রস্তাবিত এই বিল আইন হওয়ার দিকে আরও এক কদম এগিয়ে যাবে।
পাঞ্জাবে সম্প্রতি গুরু গ্রন্থ সাহিব-সহ বিভিন্ন ধর্মগ্রন্থ অবমাননার একাধিক ঘটনা ঘটেছে বলে দাবি পাঞ্জাবের আপ সরকারের। এর ফলে সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগে। সমাজে উত্তেজনা তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়। এর মোকাবিলা করতেই এই নয়া ধর্মগ্রন্থ বিল আনা হয়েছে বলে জানিয়েছে আপ সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত