‘কূটনৈতিক সীমাবদ্ধতায় অসহায়’, নিমিশা প্রসঙ্গে শীর্ষ আদালতে কেন্দ্র
নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ইয়েমেনে কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদে ভারত সরকারের আর বিশেষ কিছু করার জায়গা নেই, সুপ্রিম কোর্টে দাবি করলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি। নিমিশার প্রাণ বাঁচাতে দায়ের করা আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি ছিল
Supreme Court


নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ইয়েমেনে কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদে ভারত সরকারের আর বিশেষ কিছু করার জায়গা নেই, সুপ্রিম কোর্টে দাবি করলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি। নিমিশার প্রাণ বাঁচাতে দায়ের করা আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি ছিল সোমবার। অ্যাটর্নি জেনারেল সেখানে বলেন, “এটা দুর্ভাগ্যের... আমরা একটা পর্যায় পর্যন্ত যেতে পারি। সেখানটায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি।”

উল্লেখ্য, তালাল আবদো মাহাদি নামে এক ইয়েমেনিকে ২০১৭ সালে ঘুমের ইঞ্জেকশন দিয়ে খুনের দায়ে আগামী বুধবার, ১৬ জুলাই নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। তবে নিমিশা বরাবর দাবি করে এসেছেন, খুনের উদ্দেশ্য তাঁর ছিল না। ওই ব্যক্তির অত্যাচার থেকে মুক্তি পেতে আটকে রাখা পাসপোর্ট তার কাছ থেকে উদ্ধার করতে চেয়েছিলেন। এবং সেই জন্য ইঞ্জেকশন দিয়ে তাঁকে অচেতন করতে গিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande