মুম্বই,১৪ জুলাই (হি.স.): মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান'-এর তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকমহল। তবে এবার জয়দীপ আহলাওয়াত এবং নিমরত কৌরের সিজন ৩-এ প্রবেশ উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। কয়েকদিন আগে প্রকাশিত 'দ্য ফ্যামিলি ম্যান-৩'-এর প্রথম ভিডিও টিজার প্রকাশিত হয়েছে যেখানে মনোজ বাজপেয়ীসহ দেখা গেছে অনেক বিশিষ্ট চরিত্রের মুখ ।
সম্প্রতি 'দ্য ফ্যামিলি ম্যান-৩'-এর শুটিং শেষ হয়েছে। সিরিজটি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। এপ্রসঙ্গে মনোজ বাজপেয়ী বলেন, শুটিং শেষ।আমরা যখন এই যাত্রা শুরু করি, তখন ধারণা ছিল না যে 'দ্য ফ্যামিলি ম্যান' এত ভালোবাসা পাবে। তিনি আরও বলেন, আপাতত, আমি শুধু এটুকুই বলব যে 'দ্য ফ্যামিলি ম্যান'-এর প্রথম এবং দ্বিতীয় সিজন যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে তৃতীয় সিজন আপনাকে মোটেও হতাশ করবে না।
এবার সিরিজের প্রাণ জয়দীপ আহলাওয়াত। দ্য ফ্যামিলি ম্যান-৩'-তে আবারও প্রিয়ামণি এবং শারিব হাশমিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই সিরিজটি প্রযোজনা করেছে রাজ এবং ডিকে-র বিখ্যাত জুটি ,যারা ইতিমধ্যেই শো- টিকে দুর্দান্ত সাফল্য দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক