চেন্নাই , ১৪ জুলাই (হি.স.): তামিলনাড়ুতে অভিনেতা ধানুশের আসন্ন ছবি ভেত্তুভম-এর সেটে সোমবার একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সিনেমার অ্যাকশন-প্যাকড সিকোয়েন্সের অংশ হিসেবে একটি হাই-অকটেন গাড়ি ধাওয়া দৃশ্যের শুটিংয়ের সময় স্টান্টম্যান প্রাণ হারান।
পা রঞ্জিত পরিচালিত ছবিটি তামিল চলচ্চিত্রের শুটিং চলাকালীন এই ধরণের দুর্ঘটনা কলা-কুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তার অকাল মৃত্যু রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। । কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন ধানুশ এবং ছবির পরিচালক, পা রঞ্জিত, মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক