মুম্বই, ১৫ জুলাই (হি. স.) : প্রয়াত হলেন জনপ্রিয় প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার । মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর পরিবারের তরফে একটি বিবৃতি জারি করে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তীব্র নিউমোনিয়ায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা ধীরজ কুমার। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু এদিন দুপুরে মৃত্যু হয় তাঁর। অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে একটি ট্যালেন্ট কনটেস্টের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন ধীরজ কুমার। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি হিন্দি এবং পাঞ্জাবি ছবিতে অভিনয়ও করেছেন। ‘রোটি কাপড়া অউর মাকান’ (১৯৭৪), ‘সরগম’ (১৯৭৯) এবং ‘ক্রান্তি’ (১৯৮১) ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনে একাধিক প্রযোজনাও করেছেন ধীরজ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে।
হিন্দুস্থান সমাচার / সোনালি