শিলং, ১৫ জুলাই (হি.স.) : মেঘালয়ের পশ্চিম গারোপাহাড় জেলার অন্তৰ্গত আন্তর্জাতিক সীমান্তের কাছে ‘বৈধ নথিপত্র ছাড়া’ ভারতে প্রবেশের অভিযোগে মহিলা সহ ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার দায়ে চার ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে।
আজ বিএসএফ-এর আধিকারিক সূত্রে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিএসএফ-এর ২২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মাচোকপাড়ার কাছে ১২ নম্বর রাজ্য সড়ক ধরে পুরখাসিয়া থেকে বেরেঙ্গাপাড়া যাওয়ার পথে তিনটি গাড়ির গতিরোধ করেন।
আধিকারিক সূত্রটি জানিয়েছে, তিনটি গাড়িতে তালাশি এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকদের ধরা হয়েছে। তাদের ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ করাতে ভারতীয় দালালরা সহায়তা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য সকলকে হেফাজতে নিয়েছে বিএসএফ।
বিএসএফ–এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালে মেঘালয়ে গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকের সংখ্যা এখন পর্যন্ত কমপক্ষে ৪৬ জনে দাঁড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস