বালেশ্বর, ১৬ জুলাই (হি.স.): বালেশ্বরের ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজের ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বুধবার বালেশ্বরে বনধ পালন করলো বিজু জনতা দল (বিজেডি)। ব্যস্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এক বিজেডি কর্মী বলেছেন, আমাদের প্রতিবাদে বিপুল সংখ্যক মানুষ যোগ দিচ্ছেন। নির্যাতিতার ন্যায়বিচার পাওয়া উচিত। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আমরা সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বালেশ্বর বনধের ডাক দিয়েছি।
উল্লেখ্য, বালেশ্বরের ফকির মোহন স্বায়ত্তশাসিত কলেজের ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্ত করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য মঙ্গলবারই একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ