মেঘালয়ের ভারত-বাংলা সীমান্তে গরু পাচারকারীদের হামলায় জখম দুই বিএসএফ জওয়ান
শিলং, ১৬ জুলাই (হি.স.) : মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের হামলায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন। আজ বুধবার বিএসএফ-এর জারিকৃত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১২ জুলাই ভোররাতে পূর
সীমান্তে নজরদারি বিএসএফ-এর (ফাইল ফটো)


শিলং, ১৬ জুলাই (হি.স.) : মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের হামলায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন।

আজ বুধবার বিএসএফ-এর জারিকৃত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১২ জুলাই ভোররাতে পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় খাসিমারা নদীর কাছে এ ঘটনা সংগঠিত হয়েছে। জানানো হয়েছে, সীমান্তবর্তী নদীর কাছে ৩০ থেকে ৪০টি গরুর মাথা ওপারে বাংলাদেশে পাচার করছিল প্রায় ২০ জন চোরাকারবারি।

তাদের চ্যালেঞ্জ করা হলে, বাংলাদেশ সীমান্তের ওপার থেকে ৪০ থেকে ৫০ জনের আরেকটি দুষ্কৃতীর দল ভারত ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে। তাতে বাধা দিতে গেলে বিশাল মব বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পাথর-হামলায় দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন, জানানো হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আত্মরক্ষায় বিএসএফ-এর জওয়ানরা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সতর্কীকরণ শট এবং ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছেন। এতে দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৩টি গরুর মাথা উদ্ধার করেছেন বিএসএফ-এর কর্তব্যরত জওয়ানরা।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande