বৃষ্টি অব্যাহত উপত্যকায়, একদিনের জন্য স্থগিত অমরনাথ যাত্রা
শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.): পহেলগাম ও বালতাল বেস ক্যাম্প থেকে বৃহস্পতিবার শ্রী অমরনাথজি যাত্রা স্থগিত করা হয়েছে। কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিধুরী জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের কারণে, যাত্রাপথে জরুরি মেরামত ও রক্ষণাবেক্
নির্বিঘ্নেই চলছে অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের অষ্টম দলও রওনা


শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.): পহেলগাম ও বালতাল বেস ক্যাম্প থেকে বৃহস্পতিবার শ্রী অমরনাথজি যাত্রা স্থগিত করা হয়েছে। কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিধুরী জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের কারণে, যাত্রাপথে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা প্রয়োজন। তাই, বৃহস্পতিবার দু'টি বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার দিকে কোনও চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, পূর্ববর্তী রাতে পঞ্চতরণী ক্যাম্পে অবস্থানকারী যাত্রীদের পর্যাপ্ত বিআরও এবং মাউন্টেন রেসকিউ টিম মোতায়েনের মাধ্যমে বালতালে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। দিনের আবহাওয়ার উপর নির্ভর করে, যাত্রা আগামীকাল থেকে পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।” উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত ২.৪৭ লক্ষেরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে শ্রদ্ধা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande