‘জামিনে বাইরে আছেন, আমাকে ভয় দেখানোর সাহস?’, রাহুল গান্ধীর 'জেল' মন্তব্যের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হিমন্তের
গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : ‘জামিনে বাইরে আছেন, আমাকে ভয় দেখানোর সাহস?’, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ''জেল'' মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ বুধবার গুয়াহাটি এসেছেন কংগ্রেসের সর্ভারতীয় সভাপতি মল্লিক
অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী (ফাইল ফটো)


গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : ‘জামিনে বাইরে আছেন, আমাকে ভয় দেখানোর সাহস?’, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'জেল' মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ বুধবার গুয়াহাটি এসেছেন কংগ্রেসের সর্ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী সহ দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা। অসমে কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটির সঙ্গে অনুষ্ঠিত প্ৰথমদিনের সম্মেলনে দলীয় কৰ্মীদের সামনে স্বভাবসুলভ ভঙ্গিতে প্ৰদত্ত ভাষণে বহু কথার সঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘আপনারা লিখে রাখুন, হিমন্তবিশ্ব শর্মা অবশ্যই জেলে যাবেন। আমি যা বলি তা-ই হয়। জেলযাত্রা থেকে মোদীও তাঁকে রক্ষা করতে পারবেন না।'

রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এ কথা বলার জন্যই তিনি অসমে এসেছেন। কিন্তু এই নেতা কনভিয়েন্টলি ভুলে গেছেন, তিনি নিজেই সারা দেশে নথিভুক্ত বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত, জামিনে বাইরে আছেন, অথচ আমাকে ভয় দেখানোর সাহস দেখাচ্ছেন?’

ব্যঙ্গ করে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা আরও লিখেছেন, ‘আপনার প্রতি আমার শুভকামনা রাহুল-জি। বাকি দিনের জন্য অসমের আতিথেয়তা উপভোগ করুন।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande